IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

যে কারণে ফোরামে বইপত্র শেয়ার করা যায় না-

Go down

20110114

Post 

যে কারণে ফোরামে বইপত্র শেয়ার করা যায় না- Empty যে কারণে ফোরামে বইপত্র শেয়ার করা যায় না-




ফোরামে অনেকেই দেখি বই শেয়ার করতে চায়। সেটা CHM/PDF যায় ইচ্ছা তাই হতে পারে। কিন্তু সেটা ফোরামে অনুমদিত নয় বলে অনেকে মাঝে মাঝে একটু অভিমান করে।

কেন অনুমদিত নয়, সেটা এখানে ব্যাখা করছি।

১) IITDU Forum আছে forumotion এর sub domain হিসেবে। মানে forumotion এর নিয়মনীতি না মানলে IITDU Forum ফুট্টুস।
২) Forumotion এবং আরো যারা যারা forum/website hosting করে, তাদের একটা নিয়ম ধরিয়ে দেয়া হয়েছে। সেটা হলো, এসব site এ কখনো

  • Violent or repulsive content
  • Hateful or abusive content
  • Defamatory content and / or affecting the integrity of a person
  • Sexual and/or pornographic content
  • Harmful and dangerous acts
  • Copyright infringment
  • Spam
  • Phishing and/ or malware website
  • Credit card fraud
জাতীয় কিছু রাখা যাবে না।

৩) এই নিয়মটা ধরিয়েছে ইন্টারপোল। আশা করি এটার পরিচয় কাউকে বলে দেয়া লাগবে না। ইন্টারপোল আমাদের সব সাইট মনিটর করার জন্য একটা জিনিষ বানিয়েছে যার নাম হলো online guardian. [You must be registered and logged in to see this image.]

৪) তা কি হয় এসব রাখলে?
তিনটা জিনিষ হতে পারে।
--কেউ এসব দেখবে না। (সম্ভব না) What a Face
-- forumotion দেখবে। সে ক্ষেত্রে প্রাথমিক ভাবে warning এবং পরবর্তীতে ফোরাম ডিলিট করা হবে। [You must be registered and logged in to see this image.]
-- online guardian দেখবে। সে ক্ষেত্রে গুপ্তহত্যা হবে। কথা নাই বার্তা নাই ফোরাম গপাত করে খেয়ে ফেলা হবে [You must be registered and logged in to see this image.]

সমাধান কি?
আমার মাথায় কোন সমাধান নাই আসলে। বর্তমানে ভাবছি অন্য একটা সাইট / গ্রুপ করা যায় যেখানে আমাদের বই শেয়ার করা যাবে।

কেউ কেউ বলেছে এগুলো গ্রুপে মেইল করতে। কিন্তু গ্রুপের বুদ্ধিটা ভালো না। কারণ বইগুলোর মধ্যে manual ও পড়ে।
আর সেটা গ্রুপে শেয়ার করলেই গেছি!

এমন কিছু করা দরকার যা স্থায়ী ভাবে / অন্ততঃ পরবর্তী ৫ বা ৮ বছর ব্যবহার করা যাবে।
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

Share this post on: reddit

যে কারণে ফোরামে বইপত্র শেয়ার করা যায় না- :: Comments

BIT0220-Iftekhar

Post Fri Jan 14, 2011 8:21 pm by BIT0220-Iftekhar

কিন্তু free ebooks শেয়ার করলে তো ক্ষতি নেই?
অথবা free downloadable বই-য়ের mirror link দিলে? সেগুলোও জন্য্ও কি warning দেয় নাকি?

Back to top Go down

BIT0122-Amit

Post Fri Jan 14, 2011 8:23 pm by BIT0122-Amit

free eBooks / free downloadable books
এগুলো কি সাইট গুলো ফ্রী দেয়? অথবা এর লেখক?

copyright infrigment না হলে দেয়া যেতে পারে।

Back to top Go down

BIT0220-Iftekhar

Post Fri Jan 14, 2011 8:51 pm by BIT0220-Iftekhar

Torrentz,rapidshare এই সাইটগুলো থেকে নাকি পাওয়া যায়। এছাড়া অনেক এলাকার ISP -র নিজস্ব server থেকেও তো free ebooks নামানো যায় শুনেছি।

Back to top Go down

BIT0122-Amit

Post Fri Jan 14, 2011 9:02 pm by BIT0122-Amit

সাইট থেকে ফ্রী পাওয়া আর copyright infrigment এর মধ্যে পার্থক্য আছে।

ISP থেকে যেসব করা হয়, সেগুলো LAN এই থাকে। LAN এর মাধ্যমে কেউ চুরি করা জিনিষ শেয়ার করলে সেটা LAN এ করুক। এখানে না।

ওগুলো থেকে ডাউনলোড করা মানে আপনি চুরি করা জিনিষই শেয়ার করছেন। আর কিছু না।
চুরি তে চুরিই, সেটা শেয়ার করা হোক, আর LAN থেকে।


আপনি নিশ্চয়ই চান না IITDU Forum কে কেউ চোরদের আস্থাখানা বলুক, তাই না?

Back to top Go down

BIT0208-Shuvo

Post Fri Jan 14, 2011 10:07 pm by BIT0208-Shuvo

আমরা তো LAN এর মধ্যেমেই বইগুলো share করতে পারি Smile

Back to top Go down

BIT0220-Iftekhar

Post Fri Jan 14, 2011 11:25 pm by BIT0220-Iftekhar

শুভ,তুই নিশ্চয়ই iit -র LAN -র কথা বলছিস। সেক্ষেএে বাইরের pc থেকে তো আর ওগুলো download করা যাবে না। আর শেয়ার করার জন্য আমরা forum ছাড়া কোন উপায় অবলম্বন করব?

Back to top Go down

BIT0208-Shuvo

Post Sat Jan 15, 2011 12:42 am by BIT0208-Shuvo

আরে ভাই, একবার কাউকে না কাউকে তো torrent থেকে download করতে হবেই, তারপর সেটা আমাদের LAN এ কেউ একজন share করলেই তো আর ঝামেলা থাকে না।এরপর যার যখন ইচ্ছা নামিয়ে নিলেই হবে।

Back to top Go down

BIT0122-Amit

Post Sat Jan 15, 2011 12:50 am by BIT0122-Amit

Sigh....
ভায়া, অমন ক্ষেত্রে বেশ কিছু জিনিষ জানা লাগবে।
১) কার কাছে কি বই আছে।
২) কার IP কতো।
‌আর তাছাড়াও, আমরা যেসব বই জোগাড় করি,তার সবগুলো না হোক, কতগুলো হলেও আপনাদের কাজে লাগে। সবগুলো টরেন্টে পাওয়া যায় এমনও না।

আমরা যেসব শেয়ারে রাখবো, সেগুলো কি কেউ খুঁজে পাবে নিজে থেকে? অথবা ৩য়, বা ৪র্থ ব্যাচ?

আমি একটু বেশি ভবিষ্যতমুখো, বুঝতেই পারছেন।

Back to top Go down

BIT0112-Rokon

Post Sun Jan 16, 2011 5:58 am by BIT0112-Rokon

আমার কাছে একটা সুন্দর সমাধাণ আছে, কিন্তু সেইটা কেও পছন্দ করবে কিনা বুঝতে পারছি না।
যাহোক, আমরা জুয়েল স্যারকে ধরে আইআইটি থেকে একটা বিশাল স্পেস নিয়ে নিতে পারি। তারপর একটা আপলোডার তৈরি করতে পারি। এইটা খুব সিম্প লএকটা সাইট হবে, খুব হাই-ফাই কিছু থাকবে না। সিম্পল লগিন সিস্টেম থাকবে। এর কাজ হচ্ছে একটা লিংক জেনারটে করা, যা ধরে আমরা ফাইল টা একসেস করতে পারি।
জিনিসটা খুব কঠিন কিছু না।

আর জুয়েল স্যারকে অলরেিড আমি আর অমিট মনে হয় বলছিলাম আইআইটির ওয়েব সাইট এর কথা । কিন্তু স্যার বলছেন, আমাদেরকে স্টুডেন্ট সাইট বানাতে, যার দায় দায়িক্ত হবে সম্পূর্ণ student of IIT.
সুতরাং একটা করতেই পারি।

Back to top Go down

BIT0122-Amit

Post Sun Jan 16, 2011 2:23 pm by BIT0122-Amit

গোড়াতেই গলদ ভায়া।
জুয়েল স্যার বইপত্র শেয়ার করার অনুমতি দিবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত। কোন একটা ক্লাসে উনি আমাদের নেটওয়ার্কিং বই এর একটা LAN Link দিয়েছিলেন, সাথে বলেছিলেন এটা IIT এর মূল ওয়েবসাইটে রাখা হয় নাই কারণ নাহলে অন্যরা বলবে IIT piracy করে।

LAN এ ওয়েবসাইট একটা বানিয়ে রাখা যায়, যেটা খালি আমরা access করতে পারবো। সেক্ষেত্রে জিনিষটা আমাদের কারো pc কে সার্ভার না বানিয়ে স্যারকে ধরে বানালে ভালো হয়। নাহলে ব্যাক্তিগত pc তে যেকোন সময় ঝামেলা হতেই পারে। তাছাড়া সারাক্ষন চালু রাখা লাগে। LAN এ সাইট বানালে খালি IIT থেকেই ফাইল নামানো যাবে।

আর সাইটটা খুব সহজ হবে না। কারণ খালি লিংক তৈরী না, সাথে আবার ফাইলগুলো সাজিয়ে রাখাও লাগবে। সাইটের লিংক এখানে দিলে সেটা rapidshare / mediafire এর থেকে লিংক দেবার মতোই হবে, তাই না?

অমিট কে? :/

স্যার যা বলেছিল বলে আমার মনে পড়ে, তা হলো BIT page এর কথা। উদাহরণ হিসেবে বলেছিলেন MIT দের দায়িত্ব দেয়া হয়েছে ওদের একটা পেজের। ওরা সেটা ইচ্ছামতোন হালনাগাদ করে।
পেজ আর সাইট তো ঠিক এক না।

Back to top Go down

BIT0112-Rokon

Post Thu Jan 20, 2011 6:36 am by BIT0112-Rokon

আচ্ছা, আমার আরও একটা আইডিয়া আছে, সেটা হলো, আমাদের ল্যাব এর টিচারের কম্পউটারটি মোটামুটি ইউজলেস-ই থাকে।
ওইখানে একটা টমকেট ইনস্টল করলে কেমন হয়। আমার ফাইল আপলোডার মোটামুটি বানানো আছে, আর ওই পিসিতে মোটামোটি ভাল স্পেস আছে। এইটা আইআইটি থেকে শুধুমাত্র একসেস করা যাবে। অবশ্য এপাচি আছে, আমি পিইএইপি দিয়েও একটা বানাতে পারি।

এখন কাজ হলো, প্রতিদিন আইআইটি তে এসে কেও একজনকে, টমকেট টা স্টার্ট করতে দিতে হবে।

Back to top Go down

BIT0122-Amit

Post Thu Jan 20, 2011 3:00 pm by BIT0122-Amit

করা যায়। কিন্তু সেটা তো temporary ভাবেই থাকে। সাথে আর যে সমস্যা, সেটা তো বলেই দিলেন।

নাই মামার চাইতে অবশ্য কানা মামা ভালো। :S

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum