IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

আমার ITPL ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন...........

4 posters

Go down

আমার ITPL  ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন........... Empty আমার ITPL ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন...........

Post by bit0223-sujon Sun Mar 18, 2012 6:51 pm

গত ITPLএর কথা কার কার মনে আছে ? ২ বছর আগে (আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম) ITPLহয়েছিল। আমার কিন্তু মনে আছে প্রায় সবটাই। রোকন ভাই, অমিত ভাই, স্বাক্ষর
ভাইদের হাতে ব্যাট বল দেখা গিয়েছিলো সেইবার। মজা ও হইছে সেরাম।



গত বছর মেলা ঝাক্কি-ঝামেলাতে
সেইটা আর হয় নাই। এইবার ও ঝামেলা কম না, বরং একটু বেশিই মনে হয়। তারপর ও আমরা সবাই
মনে প্রাণে চাইছি
ITPL হোক। আগামী বছর সম্ভবত বড় ভাইরা
থাকবেন না। আর ফুটবল তো অনেকেই খেলেনা, ফলে
ITFLএ সবার সাথে মজা হবার সম্ভাবনা খুবই কম। বিশেষ কইরা রোকন ভাই, স্বাক্ষর ভাই,
অমিত ভাইসহ সব ব্যাচের সবাইকে নিয়ে মজা করার মত সর্বশেষ মানিক-জোড় উপলক্ষ খুব
সম্ভবত
ITPL.যাই হোক, এবারও বেশ ঝামেলা আছে প্রায় সবারই ।
তারপরেও সবাই খেলতে চাইলেই সম্ভব। আমাদের বুধবার বিকালে আর বৃহষ্পতিবারে ক্লাস
নাই। ঐ দুইদিনে খেলা যায়।



কয়েকজনের সাথে আলাপ করে
মোটামুটি কিছু জিনিস বলছি। অবশ্য কিছুই ফাইনাল না, সবাই মিলে ফাইনাল করবেন। মূল
নিয়ম কানুন আগের মতই। খেলোয়াড়দের নিলাম হবে। আমাদের ব্যাচের প্রায় ১৬/১৭ জন খেলতে
চায়। সব ব্যাচের এরকম হলে খেলোয়াড় হবে প্রায় ৬০/৬৫ জন। সুমন স্যার আর রিজভি স্যার
ও খেলতে চায় শুনেছি। ফলে ৬ টা টিম হতে পারে। টিমের ফ্র্যাঞ্চাইজি কিনবেন স্যাররা।
কবির স্যার, সুমন স্যার, রিজভি স্যার, শরিফ স্যার টিম ফ্রাঞ্চাইজি কিনবেন বলে
শুনেছি। সাকিব স্যার, নওশিন ম্যাডামকেও কিনতে বলা যেতে পারে। আচ্ছা প্রফেসর কিম ও
তো টীম কিনতে পারেন। আর স্যাররা না নিতে চাইলে পরে তমা আপু, তাবাসসুম আপুকে টীম
নিতে বলা যায়। টীমের নাম ফ্র্যাঞ্চাইজিরা দিবে তবে আইটি সম্পর্কিত (ভাইরাস, ব্রাউজার......
) নাম হলে মনে হয় ভালো। নিলামের কিছু নিয়ম-থাকতে পারে। যেমন-






১। A, B, C – এই তিন ক্যাটেগরিতে নিলাম হতে পারে। প্রথম ক্যাটেগরিতে বেস প্রাইস ১০০
টাকা, দ্বিতীয় ক্যাটেগরিতে ৭৫ টাকা আর শেষ ক্যাটেগরিতে ৫০ টাকা হবে বেস প্রাইস। নিলামে
দর ন্যূনতম ৫ টাকা করে বাড়াতে হবে, ২/১ টাকা বাড়াইলে হবে না।



২। প্রত্যেক টীমে সব ক্যাটেগরির এবং সব ব্যাচের খেলোয়াড় থাকা লাগবেই।


৩। টীম গঠনের একটা সর্বোচ্চ বাজেট লিমিট থাকবে। যাতে সব A, Bগ্রেডের প্লেয়ার এক টীমে না পড়ে। টীমগুলোর লেভেল সুষম হতে হবে।


৪। ছয়জন আইকন প্লেয়ার থাকবে ছয় টীমের জন্য(তারাই যে ঐ টীমের ক্যাপ্টেন হবে
এমন না) । তবে নিলামের সময় দল গঠনে তারা সাহায্য করবেন।



৫। ছয় টীমের জন্যে ছয় জন ম্যানেজার থাকতে পারে। আগের বার তমা আপু, তাবাসসুম
আপু, ফাল্গুনী, সুপ্তা ম্যানেজার ছিলো। এবার ও কেউ না কেউ হবে।



৬। কোন খেলোয়াড় অবিক্রিত থাকলে পরে তাকে লটারির মাধ্যমে যে টীমে প্লেয়ার কম
সে টীমে বেস প্রাইসে বিক্রি করা হবে। কারণ প্লেয়ার সংখ্যা তো কন্সট্যান্ট, ফলে সব
প্লেয়ার থাকলেই ছয়টা টীম পূর্ণ করা যাবে।



..............................চলবে.....................


আচ্ছা এইবার টুর্নামেন্ট নিয়ে কিছু কথা। ছয় টীমের মধ্যে রাউণ্ড রবিন খেলা
হলে প্রায় ১৮ টি খেলা হবে। সময় লাগবে প্রায় ৬ সপ্তাহ, আপাতঃ অসম্ভব। এর চাইতে ড্র
এর মাধ্যমে দুইটা গ্রুপ করে খেললে খেলা হবে ৯ টা। তিন সপ্তাহতে(শুধু দুইদিন - বুধ
ও বৃহষ্পতিবারে খেললে) শেষ করা যায়। মনে হয় এইটাই ভালো।



১। সব(আবহাওয়া ও অন্যান্য) ঠিক থাকলে ১৫ ওভারের ম্যাচ হইলে মনে হয় চলে। সবাই
মোটামুটি ব্যাটিং পাওয়ার চান্স থাকবে। Razz



২। কোন বোলার ৪ ওভারের বেশি বল করতে পারবে না। ফলে প্রতি টীমে ৪ জন বোলার
থাকা লাগবেই। আর ভাই, চাকিং বল কিন্তু মানি না।



৩। প্রতি গ্রুপ থেকে সেরা ২ টীম মিলে সেমিফাইনাল আর তারপর ফাইনাল খেলা হতে
পারে।



.......................................চলবে.....................


যাই হোক ভাই মেলা কথা লিখ্যা
ফালাইছি। এইবার আপনেরা মতামত দ্যান। ঐ মিয়া, অনেক কষ্ট কইরা লিখছি, রিপ্লাই দিবেন
না ক্যান? Razz Razz

bit0223-sujon
Global Moderator-RC

Course(s) :
  • BIT

Posts : 98
Points : 218

Back to top Go down

আমার ITPL  ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন........... Empty Re: আমার ITPL ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন...........

Post by BIT0213-forhad Sun Mar 18, 2012 7:58 pm

ভালা লিখসস সুয্যি cheers
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে আমিও খেলুম( আমারে কেঊ যদি কিনে আর কি Mad ) Razz

BIT0213-forhad
Alpha Release
Alpha Release

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 39
Points : 76

Back to top Go down

আমার ITPL  ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন........... Empty Re: আমার ITPL ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন...........

Post by BIT0122-Amit Mon Mar 19, 2012 1:35 am

বড়দের মিয়া বলে, কত্তো বড় সাহস! কানমলা খা!

হু হু, ITPL এর কথা আমারও মাথায় ঘুরঘুর করছে। কত্তোদিন ক্রিকেট খেলি না!

সাথে ITGL ও ঘুরতেছে (IT Gaming League) :p

LBW থাকবো?
আর আন্তর্জাতিক খেলা অনুসারে তো বেশ কয়টা ওভার power play থাকে। অত আমাদের দরকার নেই, পাঁচ-পাঁচ দশ ওভার হলেই চলবে Very Happy

ছোট সাইফুলরে খেলতে দিমু না Mad আইলেই ঠ্যাং ভাঙ্গুম। ওয় A+ category এর খেলোয়াড়, হুহ!
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

আমার ITPL  ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন........... Empty Re: আমার ITPL ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন...........

Post by BIT0130-Shakkhor Mon Mar 19, 2012 7:22 pm

ছোট সাইফুলরে আগেরবার ২ টাকা দিয়া কিনছিলাম :p
BIT0130-Shakkhor
BIT0130-Shakkhor
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : B+
Posts : 209
Points : 328

Back to top Go down

আমার ITPL  ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন........... Empty Re: আমার ITPL ভাবনা, আপনের চিন্তা ভাবনাও শেয়ার করেন...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum