IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ফোরাম নিয়ে আসঙ্কা

2 posters

Go down

ফোরাম নিয়ে আসঙ্কা  Empty ফোরাম নিয়ে আসঙ্কা

Post by BIT0112-Rokon Tue Jan 31, 2012 4:15 am

আমার
মনে হয়, ফোরামে ক্রাউড কমে গেছে, এইটাকে আরেকটু চাঙ্গা করা দরকার। জুনিয়র
পুলাইপাইনরা আসতেই চায় না ফোরামে। বিশেষ করে থার্ড ব্যাচ খুবই কম ইন্টারেস্টেড
ফোরামের ব্যাপারে। চতুর্থ ব্যাচ এর কাওকে আমি চিনি না এখনো, সুতরাং তাদের
অনুভূতির কথা জানি না, তবে আমার কাছে যা মনে হলো, এইটাকে আরেকটু ক্রাউডেড করা
দরকার, তানা হলে হয়তো বা কোন একদিন হারিয়ে যাবে, সেইটা হোক আমরা কেও চাই না,
কিন্তু সেই আসঙ্কা কিন্তু ফেলে দেওয়া যায় না।



এখন কথা
হলো উপায় কি, জুনিয়রদের ঠ্যাঙিয়ে ফোরামে নিয়ে আসা যায় কোন ভাবে ?
BIT0112-Rokon
BIT0112-Rokon
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 673
Points : 1269

http://blog.codexplo.org

Back to top Go down

ফোরাম নিয়ে আসঙ্কা  Empty Re: ফোরাম নিয়ে আসঙ্কা

Post by BIT0122-Amit Tue Jan 31, 2012 5:04 am

গত বছর ঠিক করেছিলাম ১ম ব্যাচ, ২য় ব্যাচের অনেকগুলানরে ডিজাইন আর অনেক কিছুতে লাগাইয়ে দিবো জিনিষটা আরো usable করার জন্য। ফোরামটারে দাঁড়া করাতে বেশ কিছু নিয়ম ঢুকানো হয়েছিলো, সেগুলাও বাদ দেবার পায়তারা করেছিলাম। শুরুও করছিলাম জিনিষগুলা নিয়ে। একটা টীমের মতোন বানানোও হয়েছিল।

কিন্তু মাঝে মনির স্যার জানালেন web.iit.du.ac.bd এর কথা।
এইটাতে ফোরাম থাকবে, education content management, notice board ইত্যাদি মোটামুটি সবই থাকবে। সে ক্ষেত্রে আসলে এই ফোরামটা তখন obsolete হয়ে যাবে বলে আমার ধারনা।

এখানে আরো কিছু কথা আছে। ফোরামটা found করার পিছনে আমার সবচাইতে বড় মোটিভেশন ছিল দুইটা।

১) সব ব্যাচের সবার মাঝে প্যাচাল এবং ম্যাটেরিয়াল শেয়ার করার একটা প্ল্যাটফর্ম বানানো, যেন চাকা নতুন করে আবিষ্কার না করতে হয়।
২) গুগলকে IIT DU এর সব কিছু খাইয়ে দেয়া, যেন আমাদের কিছু খুঁজলেই পাওয়া যায়।

২য় টা মোটামুটি ঠিক ছিল।
১মটার ব্যাপারে - দেখছিই তো অবস্থা।

ঠ্যাঙানোর আগে এসব আগে একটু চিন্তা করা দরকার বলে আমার মনে হয়।
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum