IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

About link in IIT group mail...

5 posters

Go down

About link in IIT group mail... Empty About link in IIT group mail...

Post by BIT0111-muctadir Sat Jan 08, 2011 4:57 am

যদিও আমি জানি যে, আমি যা বলব তার কোন প্রভাব পরবে না, তাও বলছি। কারন জিনিসটা আমার পছন্দ হয় নাই।
কিছুদিন হল আমি দেখছি যে, আই আই টি মেইলে বিভিন্ন নোটিস লিংক আকারে দেওয়া হচ্ছে। নোটিসটা দিলে সমস্যাটা কি? শুধু লিংক দেওয়াটা নাকি ঠিক না(ফোরামবেত্তাদের মতে)। মানুষকে ফোরামে আনার এই অভিনব পন্থাটা যে আমার বলার কারনে বাদ দেওয়া হবে না সেটা আমি জানি। বিভিন্ন উচ্চ পর্যায়ের যুক্তি (যেগুলো আমার মাথার ঢুকবে না) দেখিয়ে দেওয়া হবে। হাজার হলেও তালগাছটা ত তাঁদেরই।
BIT0111-muctadir
BIT0111-muctadir
Expert
Expert

Course(s) :
  • BIT

Blood Group : B+
Posts : 233
Points : 395

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0115-Efat Sat Jan 08, 2011 5:07 am

অসাধারণ কথা, এই জিনিসটা আসলেই অনেক boring
এটা সত্য যে, মানুষকে ফোরাম এ আনার এটা একটা ভালো কৌশল
তবুও আমি তোমার সাথে একমত......
BIT0115-Efat
BIT0115-Efat
Service Release
Service Release

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 779
Points : 1120

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0111-muctadir Sat Jan 08, 2011 5:16 am

তোকে ধন্যবাদ। কিন্তু আমার মত একজন অনিয়মিত, অবাধ্য একজনের সাথে একমত হয়ে তর রেপুটেশন খারাপ করিস না।
BIT0111-muctadir
BIT0111-muctadir
Expert
Expert

Course(s) :
  • BIT

Blood Group : B+
Posts : 233
Points : 395

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0122-Amit Sat Jan 08, 2011 5:46 am

কোনই সমস্যা নাই Smile

নোটিশ দেয়া না দেয়ার ব্যাপারে যে নোটিশ দিচ্ছে, সে যেভাবে ইচ্ছা সেভাবেই দিচ্ছে।

কারও মেইলে নোটিশ পাওয়া পছন্দ না, কেউ মেইল চেক করে না, কারো চেইন কলে সমস্যা। সবাইকে এভাবে খুশি করে নোটিশ পৌছানো সম্ভব না। কাজেই আমি এখন যদি নোটিশ দেই, সেটার খালি একটা লিংক দিয়ে দেই গ্রুপে। যার দরকার, সে মেইল খুলে লিংকে যাবে। যার দরকার নাই, সে ভুলে বা ইচ্ছা করে মেইল খুলুক, দরকার না হলে লিংকে যাবে না।

লিংক দিলে সেটা মানুষ এসে দেখবে। কয়জন উত্তর দিবে? আর তাতে কি লাভ হবে? মানুষকে ফোরামে আনার অভিনব না, বরং ফালতু একটা পন্থা এটা। কারণ এতে ফোরামের কোন লাভ হচ্ছে না, bandwidth নষ্ট হওয়া ছাড়া।

কাজেই যদি ধরে নেয়া হয়, মানুষ আনাটাই উদ্দেশ্য লিংক দেবার, আরো হাজারটা "অভিনব পন্থা" আছে। Smile

যাকগে, ফিডব্যাক জানানোর জন্য ধন্যবাদ। আমার ধারণা ছিল এভাবে দিলে অসুবিধার চাইতে সুবিধাটা বাড়বে। যেহেতু দেখা যাচ্ছে এটা পছন্দ হচ্ছে না, কাজেই এভাবে করাটা বাদ দেয়া যেতেই পারে।

বলা হয়েছে যুক্তি দেখানো হবে যেটা মাথায় ঢুকবে না। যুক্তি দেখানো হচ্ছে না। কিন্তু যেটায় কোন লাভ নেই, বরং ক্ষতি বেশি, সেটা কেন করা হচ্ছে তার যুক্তি দেখালে ভালো হয়। মানে এখানে সরাসরি অভিযোগ করতে হলে তার পিছনে তো কিছু একটা যুক্তিও থাকা লাগে Smile

ভালো কথা, শুধু লিংক দেয়ার ব্যাপারে ফোরামের নীতি অনেকখানি শিথিল করা হয়েছে। যারা ফোরামে আগে লিংক দিতো, এবং এখনো দেয়, তারা এটা লক্ষ্য করেছে।

তবে কথাটা কি, তালগাছটা কি নিজে থেকে নেয়া হয়েছে, নাকি গছিয়ে দেয়া হয়েছে, সেটা নিয়ে কিছুটা সন্দেহ আছে।

মানে, নোটিশ তো খালি হাতে গোনা কয়জনই দেয় দেখে আসছি।

তা যারা কষ্ট করে নোটিশ জোগাড় করে সেটা দেয়, তারা কিভাবে দেয় তা তো তাদের হাতেই ছাড়া উচিত।
এমন তো না যে তারা আটকে রেখেছে অন্যদের যেন নোটিশ দিতে না পারে Smile
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0129-Tabassum Sat Jan 08, 2011 6:31 am

সাধারনত, group mail এ খুব কম সময়ই link দেয়া হয়(আমার জানামতে প্রায় ৩০০ টার মধ্যে ৫টায় লিংক দেয়া হয়েছে)।প্রধান নোটিস টা mail এ দিয়ে যারা বিস্তারিত জানতে চায় তাদের সুবিধার্তে ফোরামের link দেয়া হয়। তাছাড়া, বিস্তারিত নিয়ে আলোচনাও mail এ নয় ফোরামেই করা সম্ভব।
যারা চায় শুধু কালকে ক্লাস কয়টায় শুরু অথবা ক্লাস হবে কিনা জানতে, কেন হবেনা তা জানার যাদের ইচ্ছা নাই, তারা শুধু mail দেখলেই চলে Smile

আর কিছু কিছু নোটিস থাকে যেগুলো শুধু নির্দিষ্ট ব্যাচের মধ্যেই থাকা উচিত, অাশা করি মুক্তাদির এবং ইফাত আমার কথা বুঝতে পারছে Very Happy

আজকের বিষয়টাই ধরা যাক না! আজকের নোটিসের source হল ইফাত। ইফাত কেন নোটিসটা সরাসরি group mail এ না দিয়ে এখানে দিয়েছে? Razz
ঐ নোটিসটা নিশ্চয়ই যারা ফোরামে ঢুকতনা তারা জানত ও না। আমি শুধু সবাইকে জানানোর জন্যই লিংকটা দিয়েছি। আর ইফাত যে কারণে নোটিসটা মেইলে দেয়নি (জানিনা ঠিকমত, তবে ধরা যাক সেটা নোটিসটা সম্পর্কে ১০০% নিশ্চিত না হবার কারণে) অামিও সে কারণে mail এ খালি link টা দিয়ে দিয়েছি Smile

BIT0129-Tabassum
BIT0129-Tabassum
Global Moderator
Global Moderator

Course(s) :
  • BIT

Blood Group : A+
Posts : 1496
Points : 2298

http://probe-tabassum.blogspot.com

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0111-muctadir Sat Jan 08, 2011 3:27 pm

যা ভাবছিলাম।
BIT0111-muctadir
BIT0111-muctadir
Expert
Expert

Course(s) :
  • BIT

Blood Group : B+
Posts : 233
Points : 395

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0129-Tabassum Sat Jan 08, 2011 3:38 pm

মুক্তাদির, নিচের বাক্যটা তোর চোখে পড়েছে কিনা জানিনা। তাই আবার দিলাম।

BIT0122-Amit wrote:
যাকগে, ফিডব্যাক জানানোর জন্য ধন্যবাদ। আমার ধারণা ছিল এভাবে দিলে অসুবিধার চাইতে সুবিধাটা বাড়বে। যেহেতু দেখা যাচ্ছে এটা পছন্দ হচ্ছে না, কাজেই এভাবে করাটা বাদ দেয়া যেতেই পারে।


Last edited by BIT0129-tabassum on Mon Jan 10, 2011 2:39 am; edited 1 time in total
BIT0129-Tabassum
BIT0129-Tabassum
Global Moderator
Global Moderator

Course(s) :
  • BIT

Blood Group : A+
Posts : 1496
Points : 2298

http://probe-tabassum.blogspot.com

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0111-muctadir Sat Jan 08, 2011 5:40 pm

ওহহো।
আমি খুবই দু:খিত না দেখার জন্য। একজন সচেতন মডারেটর হিসেব আমি নিজের উপযুক্ত শাস্তি দাবি করছি।
BIT0111-muctadir
BIT0111-muctadir
Expert
Expert

Course(s) :
  • BIT

Blood Group : B+
Posts : 233
Points : 395

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0129-Tabassum Sun Jan 09, 2011 2:09 am

না দেখার জন্য দু:খিত হবার কিছু নেই Smile
সব কিছু দেখা কারো পক্ষেই সম্ভব না Neutral

তবে বেশি খারাপ লাগলে যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর দিলে ভালো হয় Smile
BIT0129-Tabassum
BIT0129-Tabassum
Global Moderator
Global Moderator

Course(s) :
  • BIT

Blood Group : A+
Posts : 1496
Points : 2298

http://probe-tabassum.blogspot.com

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0102-Mohaimin Mon Jan 10, 2011 12:46 pm

মারামারি কর।
যে জিতবে সে...
BIT0102-Mohaimin
BIT0102-Mohaimin
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : B+
Posts : 415
Points : 715

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by BIT0122-Amit Mon Jan 10, 2011 8:25 pm

আমি একটা কথা ভাবছিলাম Smile

আমাদের নিজস্ব একটা সেকশন আছে।
সেখানে আমরা নিজেরা নিজেদের ব্যাপার নিয়ে আলোচনা করি। এই ব্যাপারটা যেহেতু মেইল গ্রুপ নিয়ে, তাই তা মেইল গ্রুপে জানালেও আমার আপত্তি ছিল না।

এভাবে বাইরের মানুষদের কাছে দেখিয়ে দেখিয়ে টপিক বানালে ঠিক কি ধরণের কৃতিত্ব পাওয়া যায়, তা নিয়ে আমি একটু বিব্রতবোধ করছি।

বিশেষ করে যখন জানতে চাওয়া হয় যে ঠিক কি কারণে মনে হলো ফোরামে মানুষ আনতে মেইলে লিংক দেয়া হচ্ছে। মানে, আমি অনেক ভেবেও এতে ফোরামের লাভ খুঁজে পাই নাই।

আমার উদ্দেশ্য কি ছিল, তা তো বলেই দিয়েছি।
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

About link in IIT group mail... Empty Re: About link in IIT group mail...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum