IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ইন্টারণি এবং অন্যান্য : ২

4 posters

Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by BIT0112-Rokon Tue May 17, 2011 2:15 am

আমার মনে হয় আমাদের মধ্যে অনেকের ইন্টার্নি নিয়ে কিছু সমস্য হচ্ছে। অনেকেই মনে করছে তাদের মনের মতো ইন্টার্ণ পায়নি। আমার কিছু সাজেশান অাছে।
আমার মনে হয়, এই ইন্টারণিকে সবাই আমাদের অন্যান্য কোর্সের মতো করে নেওয়াটা মনে হয় ভাল হবে।
যেমন কেও জাভাতে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করে, কিন্তু পেয়েছে ডট নেট, কেও পিএইচপিতে কাজ করতে চায়, কিন্তু পেয়েছে পাইথন।
আমার মনে হয় আমাদের ঠিক এখনি এতো বেশি চুজি হওয়ার সময় হয়ে উঠে নি। আর আমাদেরকে এমন সিচুয়েশান এ পরতেই হতে পারে। নতুন সিচুয়েশান, নতুন টেকনলজি এডাপ্ট করে নেওয়াটাও শিখতে হবে। টেকনলজি ইভার চ্যাঞ্জিং। আর নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়াটা খুব বেশি কঠিন কিছু না। রিয়েল লাইফ এর প্রবলেম গুলো অন্যরকম, যেমন অনেক সময় আমাদের খুব ব্যাকডেটেড টেকনলিজতে কাজ করতে হতে পারে, আবার আপডেটেড টাও হতে পারে। রিয়েল লাইফ সম্পূর্ণ নিড ফর বেসিস এ কাজ করে।
আর আমাদের অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, যারা আসলে ঠিক মতো জানেই না, তারা আসলে কি চায়, সকালে একটা বলবে, দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখে বিকালে আরেকটা বলবে।

সাওথট্যাক এ আমাদের যে ভাইয়া মেনটর (এখন পর্যন্ত), মেহেদি ভাই, উনি একটা কথা বললেন, একসময় নাকি এক ক্লায়েন্টকে তিনি বলেছিলেন, ভাই আপনি ঘুমায়েন না, ঘুমাইলেই স্বপ্ন দেখবেন, আর নতুন কিছু করতে বলবেন। ইন্টারেস্টিং।


আর আমি অনেক ভাইয়াদের সাথে কথা বলেছি, যাদের একটা কমন কথা হলো, তোমরা অনেক ছোট। সুতরাং আমাদের আসলে ডিসিশান নেওয়ার মতো, নিজের পছন্দ মতো কাজ করার অনেক সময় আছে। এখনি এতো ডিপলি না ভাবলেও চলবে। অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা যেভাবেই হোক।

এখন বেশি চুজি হলে কিছু সমস্যা হতে পারে, যেহেতু আমরা প্রথম ব্যাচ, এমন প্রথম বারের মতো এই মহাজজ্ঞে অংশগ্রহণ করতে যাচ্ছি, সুতরাং কম্পানি গুলোতে ব্যাড ইম্প্রেশান তৈরি করা মনে হয় ভাল হবে না। কারণ এতে করে আমাদের পরের ব্যাচ গুলোর ইন্টার্ন পেতে সমস্যা হতে পারে, আর আমরা যখন আবার জব করতে যাবো, তখন ও সমস্যা সৃষ্টি হতে পারে।

আর ছয় মাস খুব কম সময়। এই সময়ে আসলে আমরা অন্ধের হস্তি দর্শন করবো। একেক জনের একেক রকম অভিজ্ঞতা হবে। কেও চোখ দেখবে, কেও লেজ। সুতরাং এইটাকে ইজি ভাবে দেখাটাই মনে হয় খুব ভাল।

যে যেখানে পেয়েছে, আমার মনে হয়, সেখানেই যাওয়াটা খুব ভাল হবে। আমি নিজের ক্ষেত্রে, আমি বলতেই পারতাম, আমি জাভা ছাড়া কাজ করবো না। সেক্ষেত্রে একটু ঝামেলা হতো।


আচ্ছা যাহোক, আজ আমাদের সাওথট্যাক এ মিটিং ছিল, আমাদের কিছু প্রিরিকুইজিট সম্পর্কে বলা হলো, কিছু ব্যাপার নিয়ে আলোচনা করা হলো। ডটনেট টু, সিকুয়েল সার্ভার ২০০৫, head first design pattern and analysis টা পড়ে ফেলতে বলা হলো।

তারপর সাউথট্যাক এর ইনভাইরনমেন্ট সম্পর্কে বলা হলো, এটি মূলত প্রডাক্ট বেইজড ফার্ম। ব্যাংকিং সলুউশান, এইচআর, রিটেইল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করে। যেহেতু প্রডাক্ট বেইজড ফার্ম, তার মানে আসলে প্রডাক্ট অলরেডি তৈরি করা আছে। এখন যা করা হয়, টেকনলজি আপগ্রেড, ক্লায়েন্ট এর রিয়াকোয়ারমেন্ট অনুযায়ী সংযোজন বিয়োজন করা হয়। যেহেতু প্রডাক্ট অলরেডি তৈরি করায় আছে, তাহলে আমরা গিয়ে কি করবো, কোড তো করতে হবে না, তাইতো। আসলে আমরা নিশ্চয় মাইক্রোসফট এ জব পেলে গিয়ে আরেকটা অপারেটিং সিস্টেম লিখবো না, তাই না। প্রিভিয়াস ভার্সন এর উপরেই কাজ করবো, একদম নতুন করে প্রডাক্ট ডেভেলপমেন্ট ফেইজ এ আমরা হয়তো যাবো না। কিন্তু আপগ্রেড কাস্টোমাইজেশান এ অংশ গ্রহণ করতে পারি হয়তো। যেমন হয়তো কোন প্রডাক্ট আগে ভিজ্যুয়ার বেসিক ৬ এ করা ছিল, এইটা হয়তো এখন ভিজ্যুয়ার বেসিক ডট নেট অথবা সি শার্প ডট নেট এ আপগ্রেড করা হতে পারে।

এইসব নানা রকম কথা বার্তা হলো আজ। সব মিলে একটা ভাল পরিবেশ বলা যায়। আমাদের অফিস ওয়ার ৯টা থেকে ৬ টা, কোন কোন সময় এর চেয়ে বেশি হতে পারে, সপ্তাহে পাঁচ দিন। খাটায়ে মারবে মনে হচ্ছে।











Last edited by BIT0112-Rokon on Thu May 26, 2011 4:55 am; edited 1 time in total (Reason for editing : edited head first book name)
BIT0112-Rokon
BIT0112-Rokon
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 673
Points : 1269

http://blog.codexplo.org

Back to top Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty Re: ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by BIT0122-Amit Tue May 17, 2011 2:32 am

হেহ হেহ। ভাইয়া বলেছে অফিস শেষে আমি উনাদের অফিসে যেনো যাই। ওখানে ওদের সাথে আমি Urban terror খেলবো। তার পরে একসাথে বাসা Very Happy

মূল বিষয়ে আসি।

এখানে আরো একটা কথা আছে। ইন্টার্নিতে আমাদের বেতন দিয়ে শিখানো হবে, এটা আসলে একটা বড় ব্যাপার। অবশ্য যাতায়াত ভাড়াটা দিলে ভালো হয়। কিন্তু অনেকে বেতন নিয়ে একটু গোসা করতে পারে। গোসা করার মতোন কিছু নাই আসলে।

জিনিষটা এভাবে নেয়া উচিত। আমরা এতদিন ভার্সিটিতে পড়াশুনা করেছি। সেখানে টাকা দিয়েই পড়াশুনা করেছি। তাই তারা কিছু বেতন দিলে সেটা পুরোটাই বোনাস। আর আগেই বলেছি, যাতায়াত ভাড়াটা দিবে, আশা করা যায়। কিন্তু আশাটা যেন আশাই থাকে।

আমাদের ওখানে কি কি বলা হয়েছে এটা রোকন মোটামুটি বলেই দিয়েছে।

আর কাস্টোমার যে কি পরিমাণ "মতামতবাগীশ", তা তো আমরা পড়াশুনা করে জেনেছিলাম। এখন জানবো first hand Neutral
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty Re: ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by BIT-0126 Tue May 17, 2011 4:49 am

কোডবাবা রোকনের বোধদয় হলো এতদিনে। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

BIT-0126
Alpha Release
Alpha Release

Course(s) :
  • BIT

Blood Group : AB+
Posts : 43
Points : 68

Back to top Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty Re: ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by BIT0122-Amit Fri May 20, 2011 9:24 pm

এখানে একটা ছোট ভুল আছে রে। head first design pattern and analysis না, বলা হয়েছে
head first object oriented design and analysis এর কথা।
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty Re: ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by BIT0122-Amit Wed May 25, 2011 4:38 pm

বরর, গরর।
কিছু বললে দেখে না Neutral
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty Re: ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by BIT0112-Rokon Thu May 26, 2011 4:58 am

Edited Smile
BIT0112-Rokon
BIT0112-Rokon
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 673
Points : 1269

http://blog.codexplo.org

Back to top Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty Re: ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by BIT0107-Toma Wed Aug 10, 2011 6:53 pm

BIT0112-Rokon wrote:Edited Smile
I cannot see that it is edited! Neutral It is still "head first design pattern and analysis". But Amit told it will be "head first object oriented design and analysis".
BIT0107-Toma
BIT0107-Toma
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : B+
Posts : 280
Points : 453

Back to top Go down

 ইন্টারণি এবং অন্যান্য : ২ Empty Re: ইন্টারণি এবং অন্যান্য : ২

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum