IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ইন্টারণি এবং অন্যান্য

3 posters

Go down

ইন্টারণি এবং অন্যান্য Empty ইন্টারণি এবং অন্যান্য

Post by BIT0112-Rokon Wed May 11, 2011 3:59 am

জুলাই থেকে ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আমারা বিআইটি প্রথম ব্যাচ এর ত্রিশ জন বিভিন্ন সফটওয়্যার ফার্মে যাচ্ছি। সভাবতই সবাই excited. কিন্তু আমি কিছুটা উদ্বিগ্ন । আমাদের বিআইটি প্রোগ্রাম ইন্টার্ণশিপ প্রোগ্রামিং এর আয়োজন করেছে মাঝামাঝি সময়ে। অর্থাৎ ২.৫ বছর পর আমরা ছয় মাসের জন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে হাতে কলশে শিখে আসবো। তারপর আবার স্কুলে ফিরে এসে আরও একবছর পড়াশোনা করে গ্রাজুয়েশান শেষ করবো।

কিন্তু সমস্যা হচ্ছে, আমরা প্রথম ব্যাচ। প্রথম ব্যাচ হিসেবে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি,পাচ্ছি, তার তুলনা হয় না, কিন্তু একি সাথে আমাদের সাথে যা হচ্ছে,তা অনেকাংশেই এক্সপেরিমেন্ট। সুতরাং এই ইন্টারনশিপ প্রোগ্রামটাও নানা রকম সমস্যার সম্মুখিন হতে পারি, যেগুলো থেকে পরবর্তীতে ভাল সিদ্ধান্ত আসবে। সেক্ষেত্রে পরের ব্যাচ গুলো সেই সুবিধা নিতে পারবে।

কিন্তু আমাদের কি হবে? যাহোক, আমার উদ্বিগ্ন হওয়ার কারণ গুলোর মধ্যে একটি হলো, আমরা যেহেতু মাঝামাঝি সময়ে যাচ্ছি, সুতরাং আমরা হয়তো কিছুই নাও শিখতে পারি। হয়তো অনেক কিছুই শিখবো, কিন্তু আপাতো দৃষ্টিতে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে আমাদের কাছে, হয়তো আমরা বোর ফিল করতে পারি। এগুলো সবই সম্ভাবনার কথা, কিন্তু একেবারে অসম্ভব কিছু না। কারণ যারা ইন্টারন দেয়, তারা অবশ্যই তাদের লাভের কথা চিন্তা করবে, আমরা যেহেতু ছমাস পরে চলে আসছি, সেক্ষেত্রে আমাদের তারা কেন শেখাবে, তাদের কি লাভ। সাধারণত যারা ইন্টারণ দেয়, তাদের ইচ্ছে থাকে, ইন্টারণদের পারমানেন্ট করে নেওয়া। কিন্তু তা আমাদের পক্ষে সম্ভব না,যেহেতু আমরা চলে আসবো ।

তবে আমরা যে কিছু শিখবো না তা কিন্তু নয়, আমরা কোন প্রজেক্ট এর সাথে থেকে দেখবো কিভাবে একটা বড়ো প্রজেক্ট হ্যান্ডেল করে প্রফেশনালরা, কিভাবে মাথা ঠাণ্ডা রেখে প্রবলেম সলভ করে। একদম সামনে থেকে প্রজেক্ট এর বিভিন্ন ডিসিসান কিভাবে নেওয়া হয় সেগুলো দেখতে পারবো । বিশেষ করে একটা কম্পানি স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিতে পারবো। সেগুলো অবশ্য কম পাওয়া নয়।

আর আমি এখনো জানি না, আমাদের ইন্টার্ণশিপ পেইড অথবা নন পেইড। যদি ননপেইড হয়, তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ আর্ও বেশি, হয়তো আমাদেরকে কিছু শেখানো হবে না এবং কি কোন ভাল কাজই দেওয়া হবে না।



Last edited by BIT0112-Rokon on Tue May 17, 2011 2:19 am; edited 1 time in total
BIT0112-Rokon
BIT0112-Rokon
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 673
Points : 1269

http://blog.codexplo.org

Back to top Go down

ইন্টারণি এবং অন্যান্য Empty Re: ইন্টারণি এবং অন্যান্য

Post by BIT0122-Amit Wed May 11, 2011 12:39 pm

রোকন গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছে। এবং সে যেসব নিয়ে উদ্বিগ্ন, সেগুলো আমাদের সবাইকেই আসলে এখন চিন্তায় রেখেছে।

আমরা মাঝামাঝি সময়ে গিয়ে কিছুই শিখবো না, এটা আসলে মোটামুটি অসম্ভব ব্যাপার। অবশ্যই, ইন্টার্ণ করার মনোভাব না থাকলে শিখাও যাবে না। কড়া ম্যানেজারও লাগবে। তবে আমার মনে হয়, আমরা যারা ইন্টার্ণ করতে যাবো, তাদের সেই প্রতিষ্ঠান গুলো ধরে রাখতে চাইবে। হোক সেটা ১ বছরের দেরী। তাই তারা চাইবে অল্প সময়ে যতটুকু পারা যায় আমাদের সাথে একটা বন্ধন তৈরী করতে। এক্ষেত্রে ছাত্র, এবং প্রতিষ্ঠান, উভয়ের committment জরুরী।

আমাদের ইন্টার্ণ কতগুলো পেইড, কতগুলি নন পেইড। এখন পর্য্যন্ত জানামতে GPIT কোন বেতন দিবে না।
আর Hayestech দেবে বলে জানি।

southtech দেবে তো? Neutral Neutral
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

ইন্টারণি এবং অন্যান্য Empty Re: ইন্টারণি এবং অন্যান্য

Post by S M Khaled Wed May 11, 2011 6:29 pm

i guess it is an issue we thinked well about. so i am not worried in the way anmbrr is Smile
however, its true that the fact doesnot always go with the plannings.. might be that you will find difficulty in different matters... but this is something you will find in every step of life... so learn to fight and fight to learn for the internship...
learning mostly depend on the individual, however the environment has some definite impact on it though... but overcoming difficult situations is what you should learn to deal with...
so go there and prove yourselves...
S M Khaled
S M Khaled
Alpha Release
Alpha Release

Posts : 24
Points : 52

Back to top Go down

ইন্টারণি এবং অন্যান্য Empty Re: ইন্টারণি এবং অন্যান্য

Post by BIT0112-Rokon Wed May 11, 2011 7:05 pm

কিন্তু আমি যে সমস্যা গুলোর কথা বলেছি, সবগুলোই ঠিক আমার মৌলিক চিন্তা নয়, আমি এই ব্যপারে কথা বলেছি অনেকের সাথে, যেমন, প্রথমে সুজন স্যার, মিনহাজ ভাইয়া, তারপর সাউথটেক এ জব করেন আমাদের এক এমআইটিআন (মাসুদ) ভাইয়ার সাথে। তাদের সবাই মোটামুটি একি রকম কথা বলেছেন।

কাল রাতে মাসুদ ভাইয়ার সাথে বেশ খানিকক্ষণ ফোনে কথা হয়েছে আমার, তিনি বেশ কিছু ইস্যুর কথা বলেছেন। যেমন তার নিজের ক্ষেত্রে তিনি যখন ইন্টারণিতে গিয়েছিলেন সাউথটেকে, তাকে প্রায় ছয় মাস বসিয়ে রেখেছিল। তিনি সরাসরি প্রডাকশনে অংশগ্রহণ করতে পেরেছিলেন ১০ মাস পর। তারপর সাউথটেকে আমাদের নিয়ে তারা ইন্টারনালি কথা বলেছে, এবং আমরা যেহেতু মাঝখানে যাচ্ছি এবং ছয় মাস পর ফিরে আসবো, সুতরাং তাদের কি লাভ, এইটা নিয়ে তারা প্রশ্ন তুলেছিল।

আমরা আটজন সাউথটেকে এ যাচ্ছি, তারা মোটামুটি এইরকম সিদ্ধান্ত নিয়েছে যে দুই জন করে বিভিন্ন টিমে আমাদেরকে হয়তো এড করে দিবে, কিন্তু এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে মাসুদ ভাইয়া অনেক গুলো পজিটিভ কথাও বলেছেন, যেগুলো আমি উপরে বলেছি। প্রফেশনালরা কিভাবে কাজ করে, কিভাবে সমস্যার সমাধান করে, বিভিন্ন সমস্যা সমাধানের সময় কি ধরনের ওয়ে তারা চোজ করে, বড়ো সমস্যার সময় কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয় ইত্যাদি আমরা একদম সামনে থেকে দেখতে পারবো। কিন্তু আমরা যদি মনে করি যে, আমরা সেখানে গিয়ে ডেভেলপিং শিখবো, তাহলে সেটি মনে হয় সম্ভব না। যাহোক, এই বিষয় গুলো নিয়ে কাল সুজন স্যার এর সাথেও আমার কাথা হয়েছে।
তবে আমরা যদি মনে করি, ইন্টারণিতে গিয়ে আমরা সবাই ডেভেলপিং শিখবো, তাহলে সেটি মনে হয় ঠিক হবে না। আমরা অন্য অনেক কিছুই শিখবো, যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে ঠিক এখন। আমরা বোর ফিল করতে পারি।

BIT0112-Rokon
BIT0112-Rokon
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 673
Points : 1269

http://blog.codexplo.org

Back to top Go down

ইন্টারণি এবং অন্যান্য Empty Re: ইন্টারণি এবং অন্যান্য

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum