IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

changing the location of desktop and my document

Go down

changing the location of desktop and my document Empty changing the location of desktop and my document

Post by BIT0112-Rokon Sat Feb 13, 2010 6:34 am

আমাদের মাঝে মাঝেই ওএস নতুন করে ইন্সটল দিতে হয়। কিন্তু ডেস্কটব এবং মাই ডকুমেন্ট এ অনেক প্রয়োজনীয় জিনিস পত্র থাকে যা, ইনস্টল করার আগে অনেক সময় সরানো সম্ভব হয় না বা মনে থাকে না। এক্ষেত্রে অনেক প্রয়োজনীয় জিনিস গায়েব হয়ে যায়, যার প্রয়োজন পরে উপলব্ধি করলেও করার কিছু থাকে না চুল ছেড়া ছাড়া। সুতরাং এই সমস্যা সমাধানের জন্য এই পথ অবশ্যই থাকা উচিৎ। আর উপায়টি মাইক্রোসফট নিজেই বের করে দিয়েছে একটা ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে। এটি ফ্রি। সুতরাং চিন্তিত হওয়ার কারণ নেই। আমি নিচে ডাওনলোড লিংক দিয়ে দিচ্ছি। সফটওয়্যারটির নাম TweakUi।
লিংক : TweakUi

এটি মাত্র ১৪৬ কেবি এর খুব ছোট্ট সফটওয়্যার। তো ইন্সটল হয়ে যাওয়ার পর যা করতে হবে তা হলো....
start >All programs > PowerToys for Windows XP এভাবে এসে TweakUi প্রোগ্রামটি চালু করতে হবে। এবার মাই কম্পিউটার খোজে বের করে Special Folders এ গেলে দেখা যাবে অনেক গুলা ফোল্ডারের লিংক। এখন প্রয়োজন মতো ফোল্ডার সিলেক্ট করে Change Location বাটনে ক্লিক করে যে ড্রাইভে সরাতে চাই সে ড্রাইভে দেখিয়ে দিলেই হবে।

এইতো। আশাকরি এইটা অনেক সাহায্য করবে সবাইকে।
BIT0112-Rokon
BIT0112-Rokon
Programmer
Programmer

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 673
Points : 1269

http://blog.codexplo.org

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum