IITDU Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ফোরামে বাংলা ব্যবহার এবং অন্যান্য

Go down

20100909

Post 

ফোরামে বাংলা ব্যবহার এবং অন্যান্য Empty ফোরামে বাংলা ব্যবহার এবং অন্যান্য




ফোরামে এখন আগের চাইতে অনেক বেশি মানুষ ঢুকে, তাদের মতামত জানায়, একজন অন্যজনকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু এর মানে এই না যে আমাদের ক্লাস এর সবাই ঢুকে। কিন্তু এইটাই আমাদের কাম্য, সবাই আসুক, ফোরামটাকে ব্যবহার করুক নিজেদের স্বার্থে, একজন আরেকজন এর পাশে দাঁড়াতে। কাজেই যখন আমি কাউকে জিজ্ঞাসা করি
ইদানিং একটা কথা আমার প্রায়ই শুনতে হয়।
সেটা হলো, আমি কোন সময় বলেছি ফোরামে বাংলা ব্যবহার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি।
আমি জানাতে চাই, যখন আমাদের ফোরামের নাম ছিল itforum, তখন আমাদের উদ্দেশ্য ছিল এমন একটা তথ্য প্রযুক্তি ভিত্তিক ফোরাম বানানো, যা বাইরের দুনিয়াতে আমাদের উপস্থিতি সবাইকে জানাবে। পরবর্তীতে যখন নাম পাল্টে iitdu ফোরাম করা তখন জানিয়ে দেয়া হয়েছিল ইংরেজীতে ফোরাম ব্যবহার করা কাম্য হলেও বাংলাতে ব্যবহার করাতে কোন আপত্তি জানানো হবে না।
তবে এক্ষেত্রে একটা খুব সহজ সমস্যা হবে। কেউ কিছু সহজে খুঁজে পাবে না। আমরা যখন ইন্টারনেটে কিছু খুঁজি, তখন আমাদের বেশিরভাগ সেটা ইংরেজীতেই খুঁজি।

আরেকটা কথা কয়দিন আগে শুনলাম, তা হলো, আমাদের ফোরামটা মুলতঃ তৈরী করা হয়েছে আমাদের পড়াশুনার স্বার্থে। পড়াশুনার সাথে সম্পৃক্ত অনেক কিছু ফোরামে আছে। কিন্তু সেগুলো বাংলায় থাকলে ভাল হত। কারন ইংরেজীতে থাকলে সেটা বুঝতে সমস্যা হয়।

আমার কাছে মনে হয়েছে কেউ ভার্সিটিতে উঠে যেখানে সব বিষয় পড়ছে ইংরেজিতে, সেখানে সেই পড়াশুনার ব্যাপারে কেউ কিছু ইংরেজীতে দিলে সেটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে সেটা দুঃখজনক। কেউ যদি তার সহপাঠীদের ইংরেজীতে দেয়া কোন কিছু এই ফোরামে ঢুকে না পড়তে পারে, ভবিষ্যতে কোন কর্মক্ষেত্রে তার কিছুটা হলেও সমস্যা হবে। কাজেই পড়াশুনা এর সাথে জড়িত সব কিছু ইংরেজীতে থাকলেই ভাল হয়। আর কেউ বাংলায় দিতে চাইলে কোন সমস্যা নাই। তবে... শব্দচয়ন কি হবে সেটা নিয়ে আমি আমি কিছুটা দুশ্চিন্তা করবো।
যেমন ধরা যাক combinatorial optimization.
এইটার বাংলা কি হবে?
সংযোগমুলক কর্মদক্ষতাবৃদ্ধিকরন?
নাকি অন্য কিছু?

পরিশেষে আমি জানাতে চাই, বাংলায় ফোরাম ব্যবহার করতে আমার আপত্তি নাই। কিন্তু উপরে আমি যা বলেছি, তা যেন কিছুটা হলেও মনে রাখা হয়।
BIT0122-Amit
BIT0122-Amit
Founder
Founder

Course(s) :
  • BIT

Blood Group : O+
Posts : 4187
Points : 6605

https://iitdu.forumotion.com

Back to top Go down

Share this post on: reddit

ফোরামে বাংলা ব্যবহার এবং অন্যান্য :: Comments

avatar

Post Fri Sep 10, 2010 12:15 am by BIT-0126

বাংলা থাকবে মানে এই না যে combinatorial optimization কেও বাংলা করতে হবে। যে শব্দগুলোর যুতসই বাংলা খুজে পাওয়া যাবে না তা ইংরেজিতে ব্যবহার করলেই চলে। তবে বাংলায় লিখার ক্ষেত্রে ফোরামের সকলের মতামত নেয়া অত্যাবশ্যক।

Back to top Go down

BIT0122-Amit

Post Fri Sep 10, 2010 12:22 am by BIT0122-Amit

তোর কথা শুনে মনে হচ্ছে তুই বলছিস ফোরামে বাংলা ব্যবহার করতে চাইছিস, কিন্তু করতে দেয়া হচ্ছে না Neutral

আমি বুঝাতে চাইছি যে ফোরামে বাংলা ব্যবহার করলে আমার কোন আপত্তি নাই। কিন্তু যেখানে আমরা সব পড়াশুনা করছি এখন ইংরেজীতে, সেখানে কেউ ইংরেজীতে কোন কিছু দিলে বুঝতে পারবে না শুনাটা দুঃখজনক।

মন্তব্যের জন্য ধন্যবাদ Smile

edit:
কিঞ্ছিত পরিমাণে এডিট করা হয়েছে।

Back to top Go down

avatar

Post Fri Sep 10, 2010 12:34 am by BIT-0126

রাগ কর কেনো। তোমার চিন্তা আর আমার চিন্তা তো নাও মিলতে পারে। অনেক সময় ইংরেজী পড়ে বুঝা যায়না। শুধুমাত্র সেই বিষয়গুলো যারা বুঝবে তারা বাংলা তে একটা পোষ্ট দিলেই হয়। সব বাংলায় পড়তে হবে এমন কথা আমি বলি নাই। তুমি খামোখাই ভুল বুঝতেছ।

Back to top Go down

BIT0122-Amit

Post Fri Sep 10, 2010 12:37 am by BIT0122-Amit

Neutral ওইটাও তো কেউ করে না। অন্ততঃ বলতে তো পারে, ভাই, এই অংশটা বুঝি নাই। বুঝাও Neutral

Back to top Go down

BIT0103-Ovid

Post Fri Sep 10, 2010 3:50 am by BIT0103-Ovid

কিন্তু কথা হইল যে পড়াশোনার বিষয় ছাড়া বাকী জায়গায় বাংলা পোস্ট না দেওয়াই ভাল। শুধু ভাল না আমার মনে হয় দেওয়ার option ই রাখা উচিত না। কারন ওই পোস্টগুলা কেও গুগলে খুজে পাবে না।

Back to top Go down

BIT0122-Amit

Post Fri Sep 10, 2010 3:59 am by BIT0122-Amit

কথাটা একটু ভুল Smile ফোরামে যা বাংলায় আছে, তা গুগলে পাওয়া যাবে, শুধু পাওয়া যাবে না, খুব উপরের দিকেই পাওয়া যাবে। আমি ফোরামটাকে গুলে গুগলকে খাইয়েছি।

উদাহরনঃ
অন্য সব ফোরামের সব কিছু ফেলে এখন "ফোরামে বাংলা ব্যবহার" দিয়ে গুগলে খুঁজলে আমাদের এই টপিকটা আজকে থেকে গুগলে এক নাম্বারে দেখা যায়।

প্রশ্ন গুগলে খুঁজে পাওয়া যাবে কিনা তা না, বরং কি দিয়ে খুঁজলে আসলটা পাওয়া যাবে তাই চিন্তা।

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum